ঠাকুরজামাই আল্য ঘরে
বসত্যে দে’ন উঁচায়
ননদ হামার ঘরের বেটি
বসুক হেথায় সেথায় ।
ঘরে আছে গুড়ের লাড়ু
সরভাজা আর নিমকি
জামাইটাকে আদর করে
খাওয়া নিমের ছেচকি ।
বড় লোকের বেটা বটে
লিজে আমিন বাবু
জমিন ভিটা মাপাই লিব
লাগত্যে পারে কভু ।
ননদ হামার ভাগ্য করে
পাঁয়েছে অমন বর
ঘিয়ে দুধে ডুব্যে আছে
সুখ শান্তির ঘর ।
হামরা হলি চাষী বাসী
চাষই মুদের জীবন
তবু হামার ঠাকুরজামাই
মুদের ভাবে আপন ।
ঠাকুর উঁদের ভাল করুক
মিটাই উঁদের দুখ
ননদের কোলে আসুক খোকা
আনুক মনে সুখ ।