দুগ্গা মাগো বলব্য কিগো
এমন দিনে আলি
পকেট ফাঁকা নাই’খ টাকা
সংসারে জড়া তালি ।
বেটার জামা দিলেক মামা
বিটির শাড়ী মাসী
বৌয়ের লাগ্যে পালি মাগ্যে
লাল রঙা বেনারসী ।
তার উপরে পূজার পরে
আসবে কুটুম ঘরে
বৌয়ের হামার হবেক আবার
কোল আল করে ।
ভাদর মাসে আমন চাষে
বারিষের দেখা নাই
মজুর খাট্যে মাঠে ঘাটে
লত্যন কুথায় পাই ।
মা জননী শিব ঘরনী
তুই’ত জানিস সবই
তবুও মা গরীবি ঘা
শুখাই না’ত কভুই