নদী কুথায় ? বহুত দূরে !
আগের থ্যাকেই ন্যাংটো হলি ?
ইখন তুকে কেমন করে
নদীর জলের গপ্ফ বলি ।
নদী পেরাই যাবিস কুথায়
পুড়া কপাল সঙ্গে যাবেক
ভাতের হাঁড়ি খুন্তি ডাবু
মনের মাঝে ঝনঝনাবেক ।
নিজের মরদ বেটা বিটি
মুর্গি ছাগল গরু ভেঁড়া
মনের বাদায় গাড়্যে বসা
শায়া কামিজ লুঙ্গি ছেঁড়া ।
নদীর ধারে আনাচ কানাচ
মেয়্যাখেঁক্যা লেকড়া ঘুরে
তুকে ইমন দেখলে উঁরা
ছিঁড়ে খাবেক জিসমভরে ।
ঘর ছামুতে কুকুর বসে
বাস্যাম বেলায় কিসের আশে ?
বাঁচবি কুথায় সগ্গে গেলেও
লেকড়াগুল্যা আশে পাশে ।
ডাঙ্গা কুথায় নদীর পারা
জল থইথই জীবনটাতে
হিম্মত রাখ করতে লড়াই
ঝড় তুফানি নিকষ রাত্যে ।