রান্নাটা মোর খারাপ নাগো
চেখে দেখতে পারো
শেষ জীবনে ইচ্ছে আছে
বাবুর্চি হই কারো ।
মাংস রাঁধি সর্ষে দিয়ে
লঙ্কা দিয়ে শুক্তো
চাটনি খাবে ঢ্যাঁড়স দিয়ে
ইলিশ মাছের পোস্ত ।
মুড়িঘন্টে মুড়ি কোথায় ?
মালপোয়াতে মাল
কচুরির পুর কচু দিয়ে
খাবে এসে কাল ।
জলভরাতে জল থাকে না
রসমালাই-এ মালাই
আসছি আমি তোমার ঘরে
বাজবে যখন সানাই ।
নতুন নতুন রেসিপি সব
জিভে আনবে জল
খেলে পরে পাবেই পাবে
হাতে নাতে ফল ।