এই তো সিদিন আস্যেছিলি
আবার এলি মা ?
সময় যেমন সোতের পারা
দাঁড়াই থাকে না ।
হামি মাগো কাজের মেয়্যা
বাবুর ঘরে থাকি
তোর পূজাটা দেখব কিমা
দিয়ে কাজে ফাঁকি ।
ঘরকে ঝাড়া বারকে ঝাড়া
ধুয়া কাচার ঠেলা
লাওয়া খাওয়া ঠিক থাকেনা
কখন যাব মেলা ?
বাবুর হুকুম ব্যাটার মেজাজ
গিন্নী মায়ের গাল
গতর খাট্যে দিনে রাইতে
খা গুগলির ঝাল ।
বাবুর বেটির লতুন শাড়ী
হামার কন নাই
ছেঁড়া শাড়ী পরে কেমন
তুর দরশন পাই ।
ভাবছি বসে কিসের পরব
কাদের লাগ্যে তুই
তেল্যা মাথায় তেল দিস মা
ছুঁচিসনা তুই ভুঁই ।
দুগ্গামা তুর ছিষ্টিকে গড়
তুর বিচার বিবেচনা
গড় করি তুর ছিচরণে
করিসনা মা মানা ।
- 0 -