হামদের কন লাজ নাই তাই
রশিকে বলি সাপ
তুই’ত কন করিস নাই দোষ
করেছ্যে তর বাপ ।
তেল বিকে তরা একাই খাবি
হামদের করে পর
মনভরে খা ছানা-দূধ সবই
হামার লাগ্যে সর ।
নাই দিবি তো ভিড়কাঁই দিব
ধম্ম ক্ষ্যাপা মানুষ
বুঝবি তখনই পরমানু বোমা
ধম্মের কাছে ফানুস ।
শুষছিস বসে মানুষের লহু
বল্যেছি তুকে কিছু !
আর রক্তচুষা ঘাড়ে বসলেই
করবি ইটোকে ইস্যু ?
সাদ্দামকে মুরা মারেছি ইরাকে
পিরামিড দেশে মুবারক
হামদের কথায় উঠ-বস করে
দুনিয়ার সব তক্ষক
ছোট ছোট শিশু মরছ্যে গাজায়
তদের বিবেক জ্বালা
বক্যে দিলি তাই ইহুদি ভাইকে
ভিতরে বললি চালা ।
ইখানে সিখানে বানাছি যে মুরা
অস্ত্র মানুষ মারার
যুদ্ধ না হল্যে জং ধরে যাবে
জলেই যাবেক ডলার ।
শান্তি লিয়ে কি ধুয়ে খাব মুরা
ব্যাবসা যদিনা চলে
গটা দুনিয়ার লক জানে মুরা
যুদ্ধ করার দলে ।