মানুষ মানুষকে ভালবাসলে
ধুলায় লুটাবে চাঁদ
জ্যোৎস্নার ঝিকিমিকি আলোয়
ভাঙবে খুশীর বাঁধ ।
এক বিছানায় শুয়ে থাকবেন
আল্লা ও ভগবান
কোরান-গীতা যেন ভাইবোন
একই মন প্রাণ ।
ভোরের আজান মন্ত্রের সুরে
বিশ্ব করিবে শুদ্ধ
তবে কেন তুমি ধর্ম গারদে
আজও অবরুদ্ধ ?