শাল শিরীষের ময়না রে
একটো কথা শুননা রে
শরাবণের এই বাদলা দিনে
লাগর ঘরে রয়না রে ।
হেঁই সাজনা, সাজনা রে
হামার গলার গয়না রে
বুঝিস না কি তুর বিহনে
ঘরে থাকা যায়না রে ।
মৌ মহুয়ার বাসনা রে
মন মাতাঁয়ে দিলি রে
সাঁঝ বিহানে মহুল্যা মদে
মাতাল হয়ে গেলি রে ।
হেঁই মঙলু, মঙলু রে
তুর সুহাগে পাগলু রে
ঝর ঝরায়ে বাদল ঝরে
একলা শুয়া যায়না রে ।