আসরের সব কবিকে জানাই
ঈদের শুভেচ্ছা
ভালো থাকুন ভালো লিখুন
এটুকুই ইচ্ছা ।
ঈদের দিনে লাচ্চি সেমাই
খান মনভরে
সুগার ফ্রি মিশিয়ে খান
ব্লাড সুগারে ।
আত্মীয় বন্ধু মিলে মিশে
করুন আনন্দ
ভালো ভালো গান শুনুন
মান্না হেমন্ত ।
যে সব কবি অভিমানে
ছেড়েছেন আসর
সবাইকে আজ করি আহ্বাণ
ফিরুন সত্ত্বর ।
ঈদ মানে মিলন মেলা
মানুষে মানুষে
ধর্ম জাতি দেশ সেথা
মিলে নিঃশেষে ।
যুদ্ধ নয় শান্তি চাই
তুলুন আওয়াজ
ফিলিস্তিনী শিশুদের জন্য
পড়ুন নামাজ
হাসি মুখে জড়িয়ে ধরুন
ফুটপাথের ভাই
মিষ্টি মুখ করিয়ে তাকে
দেবেন বাধাই ।
পৃথিবীটা হোক বাসযোগ্য
বাঁচুক শিশুরা
পবিত্র ঈদে শপথ লও
বন্ধু কবিরা ।