ও কুড়ানি মন ভুলানি
শুবিসনা তুই ভুঁয়ে,
ছ্যাঁড়া কাঁথায় জাড়্যে কাঁপায়
ঘুম ধরেনা শুয়ে ।
করিসনা রাগ করবো সুহাগ
ভাঙাতে তুর মান,
নাই বকবো নাই মারবো
মুলছি হামার কান ।
বাপের ঘরে যাবিস পরে
থাকবি বহুত দিন,
ক’মাস পরে ঘুরবি ঘরে
হামরা হব তিন ।
দেখবি তখন পাঁয়্যে রতন
ভুলবি লিজের মরদ.
হামার লাগ্যে রাখবি ভাগে
ছটাক টুকু দরদ ।
এই কুড়ানি হামার রানী
গঁসা করিস কেনে ?
তুঁহার লাগ্যে রাতটো জাগ্যে
বসেছি একঠেনে ।
তুঁহেই হামার চম্পা বাহার
রস ভরা সন্দেশ,
উঠ ভুঁইল্যে দু’জন মিলে
রাতটা করি শেষ ।