লোক  দিয়ে রেপ করানোর ভয় দেখাও
নিজে গুলি করে  মারার হুমকি দাও
তুমি না সাংসদ   জনগণের নেতা
আবার  তুমি ফিল্মের অভিনেতা
দাদার  কীর্তিতে পেয়েছ মান  
তোমার লিপে রবীন্দ্র গান
তুমি নিজেই কর ম্লান
নিরাপদ   ছত্রছায়া
করে যাও মস্তানি
মুখে শুধু ফুটে
অশ্লীল কথা
শত ধিক
তোমাকে
হিরো
ছিঃ



* অতি সম্প্রতি টালিগঞ্জের একজন প্রাক্তন নায়ক তথা বর্তমানের চরিত্রাভিনেতা তথা বর্তমানের পূণর্নির্বাচিত সাংসদ, যিনি সংসদীয় গণতন্ত্রের প্রতি আস্থা রেখে শপথ নিয়েছেন, এক জনসমাবেশে বিরোধী দলের সদস্যদের নিজের রিভলবার দিয়ে গুলি করে মারার এবং তাদের স্ত্রী-কন্যাদের নিজের লোক দিয়ে রেপ করানোর হুমকি দিয়েছেন । তাকে ধিক্কার জানিয়েই আমার আজকের নিবেদন ।

** কবিবন্ধু হাসান ইমতির অনুপ্রেরণায় ।