বিগত ১৫০ বছর ধরে বাংলা ভাষা শিক্ষার প্রথম সোপান 'বর্ণপরিচয় (১ম ও ২য় ভাগ)' ও তার প্রণেতা তথা বাঙালির নবজাগরণের অন্যতম পথিকৃত পন্ডিত ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের স্মরণে আজকের নিবেদন আঞ্চলিক ভাষায় রচিত ছড়া 'বন্নপরিচয়' ।
ছৈতা পরা চাদর উঢ়া
ফটটা কার নামটা জানিস ?
ইস্কুলে যাস করিসনা পাস
লুঁকাই লুঁকাই বিঢ়ি টানিস !
শহর যাঁয়ে পৈসা দিয়ে
বইটা তুকে কিনে দিলি,
লাল মলাটে উপর পটে
ছবিটো কার পাসুরে গেলি ?
অ আ ক খ ঐক্য বাক্য
শিখলি কুথায় বকা হারান ?
চুরির দায়ে ফাঁসির রায়ে
ভুবন কাটে মাসীটোর কান ।
রাখাল হলে পড়ত্যে ভুলে
মরণ তক্ক টানবি ঘানি,
গোপাল ছেল্যা কতনা ভালা
বাপের মায়ের চোখ্যের মণি ।
ইসব গাঁথা পাবিস কুথা
বইটোর নাম বন্ন পরিচয়,
লিখেছিলেন বিদ্যাসাগর
দন্ডবত কর হুঁই ফটটোয় ।
ছৈতা (ছয় হাতের ধুতি); উঢ়া (গায়ে জড়ানো);
পাসুরে (ভুলে যাওয়া); দন্ডবত (প্রণাম করা)