ধবধব্যা ধুতি পাঞ্জাবী পরে
যতই করিস ঢঙ
তবুও তরা হামদের চোখ্যে
চোত-গাজনের সঙ ।
ফুল-চাদরের সম্মান পাস
ইদিক উদিক থাক্যে
ময়ূর পেখম লাগায়েও কাগে
সেই কা কা ডাকে ।
গরীবের দুখে গপ্ফ পইদ্দে
ভাসাস চোখ্যের জলে
উ জলে কভুও খরাপুড়া মাটি
লরম হবে কি ভুলে ?
বেওসা করিস দুখের-ভুখের
বাইস্কোপের পর্দায়
কভুও দু’টাকা দিলি খয়রাতি
মাড়-ভাত যাতে পাই ?
কাগজে কিতাবে জীবন দিতেও
রাজী বাংলার লাগ্যে
ইংরাজী পড়ে তুদের ছিল্যারা
বাংলা মুদের ভাগে ।
মিঠা বক্তিমা আগুপেছু যার
রবি ঠাকুরের বানী
কাজের বেলায় লিজেরাই তরা
মানছিস কতখানি !
উল্টাই যাস পাল্টাই যাস
গদিতে যে থাকে হুজুর
রঙ পাল্টাস গিরগিটি পারা
লিজেরাই ভাবিস চতুর ?
জ্ঞানীগুনী তরা সমাজের মাথা
হামরা গাঁয়ের লোক
বলে দিস যিটা করে দেখা সিটা
দেখবে হাজার চ্যোখ ।
ডাইভার তরা সওয়ারী মুরা
চলছ্যে সমাজ গাড়ী
চ্যোখ বুজে তাই বিশ্বাস করে
দিয়েছি ই পথ পাড়ি
যদি তর ভুলে গটা গাড়ীটোই
মরণ গহ্বরে ঢুকে
মানুষ তুদের ক্ষমা করবেনা
দিবে চুনকালি মুখে ।