অলিতে গলিতে রাতারাতি
গজিয়ে ওঠা ইংরেজী মাধ্যম স্কুল,
টিভির বাংলা অনুষ্ঠানে
উচ্চারণ আর বানানে অজস্র ভুল ।
আধুনিক কবি সাহিত্যিকদের
কলমে পাশ্চাত্যের রগরগে ভালবাসা,
বাংলা গানের আসর জুড়ে
অবাঙ্গালিদের উচ্চারণে বিকৃত ভাষা ।
বাবা-মা’র ঐকান্তিক প্রচেষ্টায়
সন্তানের মনে মাতৃভাষা ঘৃণার সঞ্চার,
বাংলা পড়া ছাত্রছাত্রীদর প্রতি
ইংরেজীওয়ালাদের বিদ্বেষপূর্ণ ব্যবহার ।
সংবাদপত্রের প্রতিটি ছত্রে
বাংলা শব্দকোষের অবিরাম ধর্ষণ,
স্বর্ণযুগের বাংলাগান ভুলে
আধুনিক প্রজন্মের হিন্দি আকর্ষণ ।
পয়লা বৈশাখের নববর্ষ ছেড়ে
হ্যাপী নিউ ইয়ারের সাড়ম্বর পালন,
জন্মদিনের পায়েস মিষ্টি ভুলে
মোমবাতি ঘেরা কেক-পেষ্ট্রির প্রচলন ।
শত বিচ্যুতি মেনে নিয়েও
আমরা ভুলিনি সেই একুশে ফেব্রুয়ারী,
যে ভাষায় প্রথম মাকে ডেকেছি
তাকে কি কখনও আমরা ভুলতে পারি ?