অ কুড়ানি ভাত ঘুমানি
উঠ চাঁড়ে ই বেলা
দেখ বাহারে, বারিষ ঝরে
ভিজল যে ধানগুল্যা ।
ধান সিঝাঁয়ে, ধান শুখাঁয়ে
ভুলেই গেলি তুলতে ?
না শুনে কথা, কাচলি কাঁথা
বিছনা পাবি পাততে ?
দেখবি তো আয়, ঘর ছামুটোয়
লদীর পারা জল
নেড়িগুল্যা যাঁয়ে, লেজ গুটায়ে
ঢুকছে মরাই তল ।
আসমান ফাঁড়ে, ঝরঝর ঝরে
কড়কড়্যা বাজ পড়ে
শনশন্যা ঝড়, উড়াল্য যে খড়
মুদের গুয়াল ঘরে ।
মড়মড় করে, গাছ ভাঙ্গে পড়ে
ধড়পড় করে বুক
ক্ষেতে হবে বান, রুঁয়া যাবে ধান
ইটুকুই মুদের সুখ ।
সঞ্ঝ্যা নামার, আগেই আন্ধার
কেরাসিন বাতি জ্বাল
গটা রাত ধরে, বারিষের পরে
দেখবি নয়া সকাল ।
• “বরষার আয়োজন” বিভাগের জন্য
কিছু শব্দার্থ :
চাঁড়ে (তাড়াতাড়ি); বাহারে (বাইরে: সিঝাঁয়ে (সিদ্ধ করে) শুখাঁয়ে (শুকনো করে); ছামুটোয় (সম্মুখে); লদীর (নদীর); মরাই (ধানের গোলা);
ফাঁড়ে (বিদীর্ণ করে)