চাঁড়ে চাঁড়ে চল’ন গো বৌ
আসত্যে পারে ঝড়
বারিশ হবার আগেই মুদের
পৌঁছত্যে হবেক ঘর ।
বাপের ঘরে ছিলিস কেনে
মাস খানেকের বেশী
মনটো হামার হুদকে ছিল
তুকে পাঁয়েই খুশী ।
তুর লাগ্যে মনটো হামার
ছিল নাই মুর মনে
কামে কাজে লাগথ্য না মন
তুই স্বপনে জাগরনে ।
জুসনা রাত্যে তুকেই দেখি
চাঁদকে ভাল্যে ভাল্যে
তুকে ছাড়া ঘুম আসেনা
কুথাও বাইরে গেলে
তুই না থাকল্যে লাউচিংড়ি
কে রাঁধবেক বল !
ঝুমকা পরে লদীর ঘাটে
কে আনবেক জল ?
সাঁঝ বিহানে হামার চুলে
হাত বুলাবেক কে ?
তোর পুষা দুই টিয়াপাখি
তুকেই শুধু ডাকে
হাসিসনা তুই পথের মাঝে
মন আনচান করে
আজ ভালবাসার ফুল ফুটাব
চল ন তুই ঘরে ।
শব্দার্থ
চাঁড়ে (তাড়াতাড়ি); হুদকে (চঞ্চল); ভাল্যে (তাকিয়ে)