ভাল করেই জানিস মঙলী
ঘুঁষ আমি নিই না
তা বলে তো এসব জিনিস
এমনি এমনি হয় না ।
মরদটা তোর পালিয়ে গেল
বিজলী মাগীর সাথে
ঘর জমিনটা দখল নিল
সনাতন কাল রাতে ।
মানছি দুটোই ঘোর অন্যায়
কেস করতেই হয়
আসবে ঘরে তোর মরদটা
করিসনা তুই ভয় ।
সনাতনটাকে থানায় এনে
কড়কে দেব মুখে
পাবি আবার ঘরের দখল
সংসার করনা সুখে ।
তা বলে তো এসব জিনিস
এমনি এমনি হয় না
রাত্রিবেলায় তুই চলে আয়
ঘুঁষ আমি নিই না ।