খটখট্যা ঐ লদী,
থমক্যে আছে বাতাস
গনগন্যা রোদে জ্বলছে আগুন
হিঃহিঃ হাসছ্যে আকাশ ।
আষাঢ় আস্যে গেল
তবু মেঘের দেখা নাই
গুমোট গরমে ভাঁপাই দিছে
কুথাই টুকুন শান্তি পাই ?
এখন টিভিতে বিশ্বকাপ
ভাগ্যিস শুধু রাতের বেলা
গরম লাগ্যে ঘুম না আল্যে
দেখ বসে নেইমারদের খেলা ।
চাদ্দিকে জলের টান
কুঁয়া পখুর সবই গেছে শুঁকাই
লতুন ঋতুর গান শুনাতে
ঝম ঝম করে আয় বৃষ্টি আয় ।