বুধনা ডোমে ঢ্যাঁঢরা পিটে
জানাই দিল্য সবকে
পঞ্চায়েতের মিটিন হবেক
রসুলপুরের চকে ।
সঞ্ঝ্যাবেলায় হ্যাঁজেক লাইট
আলয় ভরা মাঠ
গাঁয়ের লকে হল্য জড়
স্যারে ঘরের পাট ।
বেদীর উপর লগেন খুঁড়া
পাশে বসে পরধান
বিচার হবেক খাঁদুর বেটার
দিবেক উঁদের বিধান ।
খাঁদুর বেটা পরান ন'কি
মাধ্যার বিটি ফুঁসলাই
সিঁদুর ঘঁষে আন্যেছে বউ
কোটের কাগজ দেখাঁই ।
মাধু সাঁতরা নাই মানবেক
কাগজ কলম বিহা
পঞ্চায়েতে নালিশ করে
পাঁচ'শ টেকা দিয়া ।
পেরেম-পিরীতি ছিল্য উঁদের
গাঁয়ের লকে জানে
রাধা-কিষ্টর জুড়ির মতন
ইটো সবাই মানে ।
পরধানবাবুর কথায় পরান
বলল্য সবার মাঝে
কব্জি ডুঁবাই খাওয়াব কাল
হামার বিহার ভোজে
পরীর বাপটো বড় বকা
দিলেক কেনে চাঁদা
মিঁয়া বিবি রাজী হল্যে
বিহাতে কি বাধা ?
হামরা দুজন আঠার পার
আইন মতে সাকুব
ব্যাকার ব্যাকার মাধুকাকা
হলেন শুধু বেকুব ।
সবটা শুনে পরধান বাবু
দিলেন উনার রায়
বিহার ভোজে খাঁসীর সাথে
বিলাতি মদ চাই ।