তিন ছানা নিয়ে সারমেয় মা
গরবের নাই অন্ত
বড় ছানা তার শান্ত প্রকৃতি
ছোট দুটি দুরন্ত ।
রেল লাইনের ধার ঘেঁষে চলে
কচিৎ খাদ্য মেলে
রেল গাড়ী এলে সদা সতর্ক
ছানাদের দুরে ঠেলে ।
সেদিনও তারা লাইনের ধারে
চলছিল ঘুরে ফিরে
লাইনে তখন দাঁড়াল হঠাৎ
মালগাড়ি ব্রেক মেরে ।
লেভেল ক্রসিং ছিল সেইখানে
বাইক দাঁড়ালো এসে
আরোহীরা নেমে মজার ছলে
বড়টিকে ধরে শেষে ।
পালিয়ে দৌড়ে দুই ছানা নিয়ে
দুর থেকে মা তাকায়
বীর পুঙ্গবেরা বাঁধলো ছানার
পাদুটি গাড়ীর ডাব্বায়
ছোটাছুটি করে সারমেয় মা
চোখে বাঁচানোর আর্তি
কঠিন হৃদয় গললোনা তবু
মায়ের জুটলো লাথি ।
হঠাৎ গাড়ীটা চলমান হল
ঝোলান ছানাটি অসহায়
মৃত্যু শিয়রে আর্তনাদ করে
রেলের চাকার ধাক্কায় ।
মা ছুটে চলে পাশেপাশে তবু
কিভাবে মুক্ত করে
বীর পুঙ্গবেরা হাততালি দেয়
তুচ্ছ প্রাণীকে মেরে ।
অশ্রুতে কিছু ভেদ নাই জেনো
সন্তান হারা জননীর
হোক না মানুষ হোক সারমেয়
অধিকার আছে ধরণীর ।
মানুষ তাদের বলে কিনা জানি
মারে প্রাণী নৃশংস
দানব মানুষে পাই না তফাত
ওরা অপরাধী বীভৎস ।
(প্রত্যক্ষদর্শীর বর্ননা অনুযায়ী একটি সদ্যঘটিত মর্মান্তিক ঘটনার কাব্যরূপ)