মরদ হামার সাঙ্ঘা করেছ্যে !

জুহান বিটি থাকল্য ঘরে
বিহা দিবার মুরাদ নাই,
ঘটি বাটি বাঁধা দিয়েও
নেশা পানির জগাড় চাই ।

বাপের ভিটা, বাপের জমিন
লিজের বলত্যে নাই ছটাক
বাপটা মল্য রোগে ভুগ্যে
মা বুড়িটা ভখের খরাক ।

শাগপালা আর গুগলি সিজা
পরনে সেই ছ্যাঁড়া টেন্যা
পরব দিনেও লতুন শাড়ী
কভুও নাই হয়গো কেনা ।

মরদ হামার সাঙ্ঘা করেছ্যে !

মদনার বিটি বিজলী মাঝি
কী দেখেই যে মজেছ্যে
উঁয়ার পারা মরদ পাঁয়্যে
একগলা জলে ডুবেছ্যে ।

মরলি হামি জীভন জুড়্যে
ভাত কাপড়ের অভাব দুখে
এমন ভাতার যাক না চল্যে
বিটিক লিয়ে থাকব্য সুখে ।

(পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে প্রচলিত আঞ্চলিক কথ্য ভাষায় রচিত)

শব্দার্থ
সাঙ্ঘা (পূণঃবিবাহ)
জুহান বিটি (যুবতি কন্যা)
ভখের খরাক (ক্ষুধার শিকার)
গুগলি সিজা (শামুক সিদ্ধ)
ছ্যাঁড়া টেন্যা (ছেঁড়া কাপড়)