দুগ্গা আল্য দুগ্গা গেল
ফুটল কত টাকা
বিশ লাখের প্যান্ডেলটা
আজকে কেমন ফাঁকা ।
ঢাকের তালে কমর দুলায়
ইবার ঘরে শুবে
দশ লাখের বাতিগুল্যান
আন্ধারে গেল ঢুবে ।
মাদুগ্গার পূজা তো লয়
আই.পি.এলের খেল
শারদসম্মান মিলবে তবে
যেমন ঢালবে তেল ।
যদু-মধুর চাঁদার টাকায়
দুগ্গা পূজা হয় ?
ঢালে টাকা গৌরী সেনরা
কিসের এত ভয় !
হামরা জানি বুঝি সবই
ভয়ে থাকি চুপ
মুখ খুললেই কত্তারা সব
দেখায় আসলি রূপ
হে মাদুগ্গা তোর বলিহারি
পূজা লিছিস তাও ?
কনদিন ফাঁদে পড়বি তখন
জেলের ভাত খাও ।