জাল বোনা মাছ ধরা
জেলেদের কাজ
নাই কোনো অনুতাপ
নাই কোনো লাজ ।

আজ দেখি রাজনীতির
ছোট বড় নেতা
মাছ ধরে টোপ ফেলে
করে কত কেতা ।

জালে আছে লোভনীয়
সামাজিক দান
রেশনের চাল ছাড়াও
মাসোহারা পান ।

চুনো পুঁটি আমজনতা
জালে ধরা পড়ে
বড় মাছ লুটে খায়
ছোট মাছ মরে ।

জাল তাই চিরদিনই
শোষনের যন্ত্র
জেলে রূপী নেতাদের
ক্ষমতার মন্ত্র ।