ফুলের মালা
গলায় দিহে
মিটির মিটির হাসিস
কেনেরে তুই
মুদের লাগ্যে
করত্যে গেলি কোশিস ?
ভাঙা ফুটা
মাটির ঘরে
মুদের সঙে বস্যে
বললি কত
লত্যুন কথা
ভাঁসাই জীবন রসে ।
পেটের খিদা
গায়ের টেনা
মাথা গুঁজার ঠাঁই
ইটো হল্যেই
মুদের জীবন
ধন্য হবেক ভাই ।
তুঁহেই মুদের
উসক্যে দিছিস
লড়াই করার জোস
দেখাঁই দিলি
মুদের তাগদ
মুদের যত দোষ ।
দেখবি ইবার
লড়ব্য কেমন
সজা রাখ্যে কমর
তুইযে মুদের
আসলি লেতা
মরেও হলি অমর ।