গাছ মাটিকে আঁকড়ে থাকে;
মাটিও,গাছের শিকড়ে সংঘবদ্ধ।
মাটির ভালবাসায় পুষ্ট হয়ে সে,
কৃতজ্ঞতা লাভ করতে শুরু করেছে।
আমি বুঝতেই পারিনি;
তুমি ধীরে ধীরে, নদীর বুকে ভেঁসে গিয়েছ।
গাছ মাটির বুকে জন্মেছে ;
তোমার ভাঙনে আমি বিরহী হয়েছি।
আমি শিকড় সমেত ভেঙে পরলাম ;
মাটি আমার মাথায় হাত বুলিয়ে দিল।
আমি ঘুমিয়ে পরলাম.....
হাজার হাজার বছর পর.....
কয়লা হয়ে, আমি আলো জ্বালালাম।
কারণ, আমি যে তোমায় ভালবেসেছিলাম।