ভুলতে পারি তোমায়...
কিন্তু কেন ভুলব ?
ভোলার জন্য তো তোমায় মনে রাখিনি।
পাগল হয়ে যেতে পারি...
কিন্তু কেন পাগল হব ?
পাগল হবার জন্য তো তোমায় ভালবাসিনি।
দূরে কোথাও হারিয়ে যেতে পারি...
কিন্তু কেন যাব ?
দূরে যাবার জন্য তো তোমার কাছে আসিনি।
আমি ভিখারি হয়ে যেতে পারি...
কিন্তু কেন ভিখারি হব ?
ভিখারি হবার জন্য তো তোমার মতো রাণীকে চাইনি।
ছন্নছাড়া জীবন যাপন করতে পারি...
কিন্তু কেন করব ?
ছন্নছাড়া জীবনের জন্য তো তোমাকে ধায়নি।
আমি চোখের জলে ভেঁসে যেতে পারি...
কিন্তু কেন ভাঁসব ?
চোখের জলে ভাঁসার জন্য তো তোমার নয়ন সাগরের আশা করিনি।
আমি হৃদয়হীন হতে পারি...
কিন্তু কেন হব ?
হৃদয়হীন হবার জন্য তো তোমার হৃদয়ে বাসা বাঁধিনি।