ভাবি যত, দুখকে পিছনে আসব ফেলে,
দুঃক্ষ দেখি নবরূপে; সামনে পথ আগলে।
মনে হয়; যন্ত্রণার হল এই বুঝি শেষ,
ঝাড়া হাত-পা,এবার আনন্দে কাটবে বেশ।
কিন্তু না......
স্বপ্ন খেলে লুকোচুরি জীবনের সাথে,
সুখ হয় চুরি,ব্যথার অসহ্য আঘাতে।
কষ্টটা অন্যরূপে; হাজির জীবন পথে,
হয়না যে চরা তাই, শান্তির রঙিন রথে।