নিস্তব্ধ এখন সব, নিদ্রাহীন আমি;
পাখী রা আমাকে শুধু, পাগল ঠাউরে;
নিরবতা ভেঙে ডাকে, প্রহরে প্রহরে।
ভাবনারা করে ভিড়, দামি ও অদামী ;
ছন্দ আর কথা সাথে, খেলা সারা যামী।
কল্পনারা নিয়ে যায়, টেনে বহুদূরে;
কত রূপ যায় দেখা, এ রাত দুপুরে।
ভাব জমেছে হৃদয়ে, খাতাতে সুনামি।
কবিতাও যায় বলে, ঘুমাও এখন;
সারাদিন থাকি আমি, তোমার মননে;
কোনো কাজে দেখি মন, বসাতে পারোনা।
বাস্তব দহনে তুমি, জ্বলবে যখন;
আমাকে দূষবে জানি, ভোলো এই ক্ষণে।
কবিতা আমার প্রাণ! এ দেহ ছেড়োনা।