জীবন সুটকেস গোছাচ্ছি বর্ষশেষে,
নতুন ভাবে যাত্রা শুরু শুভ নববর্ষে।

সুটকেসে শান্তি টা ঢোকাতে গিয়ে দেখি,
সেটাকে আর খুজেই পাওয়া যাচ্ছেনা একি!
থাক ওটার সন্ধান করছি পরে,
সুখ টাকে আগে নিই ভরে।
আরে ;আমার তো একদম ছিলই না মনে!
তাকে তো এসেছি রেখে;ছোট বেলার স্মৃতির সনে।
আচ্ছা হাঁসি গুলোকে নিই ভরে না করে দেরী,
কি ঝামেলা,সে তো অন্তর থেকে চাইনা হতে বেরই।
কিছু নিঃস্বার্থ মানুষকে নিই সংগে করে,
কোথা গেল... কোথা গেল... হারিয়ে কোন সুদুরে।
আছে তারা ঠিক জানি,
এখনি তাদের কোথা থেকে খুজে আনি।
আনন্দ কে নিয়ে নিই,
সে তো নিরাশার কাছে হারিয়েছে খেই।
সাঁথে নিই ভরে কিছু ভালবাসা,
পথে যোগাবে তারা আলো আশা।
হৃদয়ে তো ছিল ভালবাসার আলো,
চাইনি কিছু তবু কেউ মুখ করেছে কালো।
বিনিময়ে দিয়েছে শুধুই ফাঁকি,
সেটাও শুকিয়ে গেছে নাকি!

ওই দেখি ডাঁই হয়ে জমে আমার কাছে,
এই তো অনেক অশান্তি,কষ্ট, অসুখও আছে।
কান্না তো বেহিসেবি,স্বার্থপরও তো কম দেখছিনা,
দুখের কথা তো বলারই নেই,ব্যথাও কম পাচ্ছিনা।


না ভারী হয়ে গেল,
এই সুটকেস তবে বৃথা হল!

কল্পনার সুন্দর স্বপ্নময় জগতে,
আমি যাবই, এই সুটকেস নিয়ে আশাতে।
শুভ দিনের অপেক্ষায় থাকি রোজ,
নয়ত অন্য সুটকেসের খোঁজ।