তোমার সাঁথে আমার অন্তরের কত মিল।
আমার হৃদয় দিয়েছি তোমাকে,
তোমার মন সজত্নে সাজিয়ে রেখেছ আমার জন্য।
তবু তুমিও কিছু বলতে পারোনা,
আমিও কিছু না।
এমন কেন হয় ?
তুমি আমাকে স্বপ্নে দ্যখ,আমি তোমাকে চোখে হারাই,
আমাকে নিয়ে মনের মতো করে ছবি আঁক তুমি,
তোমাকে নিয়ে কাব্য করে কবিতা লিখি আমি।
তবু তুমিও কিছু বলতে পারোনা,
আমিও কিছু না।
এমন কেন হয় ?
আমার সারাটা দিন কাটে তোমার কথা ভেবে,
তুমি আনমোনা...
কোনো কাজে মন দিতে পারোনা।
তবু তুমিও কিছু বলতে পারোনা,
আমিও কিছু না।
এমন কেন হয় ?
তোমার কষ্ট হলে আমি ব্যাথা পায়,
আমার কিছু হলে...
তুমি চোখের জলে বুক ভাঁষাও।
প্রিয়া, তবু তুমিও কিছু বলতে পারোনা,
আমিও কিছু না।
এমন কেন হয় ?
অসংকোচে অপরের সাঁথে কথা বলি।
আমার বেলায় তুমি, আর তোমার বেলায় আমি,
কোনো ভাষা খুঁজে পাইনা।
তুমিও কিছু বলতে পারোনা,
আমিও কিছু না।
এমন কেন হয় ?
পাশ দিয়ে যখন যায়,
আমার রোম গুলো খাড়া হয়ে ওঠে,
তোমার বুক করে হাহাকার।
তবু তুমিও কিছু বলতে পারোনা,
আমিও কিছু না।
এমন কেন হয় ?
তুমি আমাকে খুব ভালোবাসো।
আমিও তোমাকে বুকে আগলে রাখতে চাই,
ওগো চোখের মণি...
তবু তুমিও কিছু বলতে পারোনা,
আমিও কিছু না
এমন কেন হয় ?