কল্পনাতে বহুবার, তোমাকে একেছি;
মনে হয় তুমি আছ, হৃদয়ে জড়িয়ে;
আমার জীবন খানি, দিয়েছ ভরিয়ে।
কতবার কতভাবে, সুগন্ধ মেখেছি।
কোথা যেন আমি ঠিক, তোমাকে দেখেছি।
অপেক্ষাতে বহুদিন, রয়েছি দাঁড়িয়ে;
দাও ওগো দাও তুমি, দুহাত বাড়িয়ে;
পরম প্রাপ্তিতে আমি, বঞ্চিত থেকেছি।
শালিখ পাখীটা দেখি, জানালার কাঁচে;
ঘুরে ঘুরে বারে বারে, ঠোকরায় তারে;
ক্লান্ত হয়ে শুধু শুধু, মাথা কুটে মরে।
আমি খুজে যায় আলো, আবেগের আঁচে;
স্বপ্নে দেখা সেই মুখ, চোখে যদি পরে;
তবুও তোমাকে আমি, চিনব কি করে ?