যোগ্য তোমার, নই আমি ;
তবু তোমাকে ভালবাসি, জান তুমি।
ছেঁড়া কাঁথায় শুয়ে,
স্বপ্ন দেখি লাখ টাকার।
সময় গেলে চলে.....
তুমি বহুদূরে হারিয়ে গেলে.....
লাখ টাকার কাঁথায় শুয়ে;
ছেঁড়া ছেঁড়া স্বপ্ন গুলো,লাগাতে পারব কি জোড়া!
(কবিতা টিতে একটি বাংলা প্রবাদ বাক্য ব্যবহার করা হয়েছে)