হৃদয়ের সাথে হৃদয় মিলে হয় ভালবাসা ;
কাছে থেকে দূরে গেলে, বিরহ বাঁধে বাসা।
সেই বাসাতে থাকে, মান-অভিমান কত ;
আশা-নিরাশা, আর জমানো ব্যথা যত।
ভালবাসার পাখী যদি কোন ঝড়ে ;
আর কখনো, এক হতে না পারে।
ভালবাসা কেঁদে মরে, অন্তরে তখনো ;
সেই বাসাতে প্রেমের ফুল, হয়ত ফুটবে কখনো।