তোমাকে ভালবেসে,
আমি অনেক দুঃখ পেয়েছি...
তাই কবিতা লিখতে শিখেছি।
দুঃখ না পেলে কবিতা লেখা যায়না,
তাই তোমাকে আমি; অমাকে কষ্ট দেওয়ার জন্য...
আমার জীবন থেকে বাদ দিতে পারিনা।
তোমাকে ভালবেসে,
আমি আবেগী হয়েছি...
তাই কবিতা লিখতে শিখেছি।
আবেগ ছাড়া কবিতা লেখা যায়না,
তাই তোমাকে আমি;আবেগের জন্য...
আমার জীবন থেকে বাদ দিতে পারিনা।
তোমাকে ভালবেসে,
আমি স্বপ্ন দেখতে শিখেছি...
তাই কবিতা লিখতে শিখেছি।
স্বপ্ন না দেখলে কবিতা লেখা যায়না,
তাই তোমাকে আমি;স্বপ্নে পাবার জন্য...
আমার জীবন থেকে বাদ দিতে পারিনা।
তোমাকে ভালবেসে,
আমি ছন্নছাড়া হয়েছি...
তাই কবিতা লিখতে শিখেছি।
ছন্নছাড়া না হলে কবিতা লেখা যায়না,
তাই তোমাকে আমি;ছন্নছাড়া মতির জন্য...
আমার জীবন থেকে বাদ দিতে পারিনা।