তোমাকে ভালবেসে,
আমি প্রতিবাদী হয়েছি...
তাই কবিতা লিখতে শিখেছি।
প্রতিবাদী না হলে কবিতা লেখা যায়না,
তাই তোমাকে আমি ;আমাকে প্রতিবাদী করার জন্য
আমার জীবন থেকে বাদ দিতে পারিনা।
তোমাকে ভালবেসে,
আমি ভালবাসাকে নবরূপে অনুভব করতে পেরেছি..
তাই কবিতা লিখতে শিখেছি।
অনুভবী না হলে কবিতা লেখা যায়না,
তাই তোমাকে আমি ;অনুভবের জন্য...
আমার জীবন থেকে বাদ দিতে পারিনা।
তোমাকে ভালবেসে,
আমি ছন্দ কে চিনেছি...
তাই কবিতা লিখতে শিখেছি।
হৃদয়ের ছন্দ ছাড়া কবিতা লেখা যায়না,
তাই তোমাকে আমি;আমাকে ছন্দময় করার জন্য...
আমার জীবন থেকে বাদ দিতে পারিনা।
তোমাকে ভালবেসে,
আমি বাঁচতে চেয়েছি...
তাই কবিতা লিখতে শিখেছি।
বাঁচার মতো বাঁচতে না জানলে কবিতা লেখা যায়না
তাই তোমাকে আমি;বাঁচার রশদ যোগানোর জন্য...
আমার জীবন থেকে বাদ দিতে পারিনা।