সন্ধ্যা যেমন রাতের আগমনে
আলো আঁধারিতে
ছুটে আসে অন্ধকার নিয়ে,
ভূমিকম্প যেমন কম্পন তরঙ্গে
ধ্বংস করে
স্বপ্নে ঘেরা অপূর্ব নগরীকে,
তুমি তেমনি অবুঝ অহঙ্কারে
বাঁধন ছিঁড়ে
চলে গেছো অন্য ভুবনে।
মরুভূমি যেমন বৃষ্টির আশায়
তৃষিত নয়নে
চেয়ে থাকে সূর্যের দিকে,
দুপুর যেমন শূন্যতার হাহাকারে
গড়িয়ে যায়
আশাহত শত দুরাশার মাঝে,
তুমি তেমনি ভেসে বেড়াও
নিবিড় আলিঙ্গনে
স্বপ্ন ভরা স্মৃতির দুয়ারে।
যুদ্ধ যেমন রক্তের বন্যায়
লাশ ভাসিয়ে
খালি করে মায়ের বুক,
স্মৃতি যেমন ভাবনা নিয়ে
ফিরে আসে
হৃদয় দুয়ারে কালো মেঘে,
তুমি তেমনি যন্ত্রণা হয়ে
বিরাজ করো
কুয়াশা ঘেরা আঁধার নিশীথে।
প্রণয় যেমন শিশিরে ভেজা
ফুলের মতো
ঝরে পড়ে তোমার বাগানে,
ভুল যেমন যন্ত্রের মতো
মনের দুয়ারে
দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি করে,
আমি তেমনি তোমাকে হারাই
সম্পর্ক হীন
মৃত কোন অচিন নগরীতে ।