নদী যেমন কূল ভাঙ্গে,
তুমি ভাঙ্গো মন,
তুমি কি নদী?
শুধু ভাঙ্গতে জানো!
মেঘ যেমন আকাশ কাঁদায়,
তুমি কাঁদাও মানুষ,
তুমি কি মেঘ?
শুধু কাঁদাতে জানো!
কুঠার যেমন গাছ কাটে,
তুমি কাটো হৃদয়,
তুমি কি কুঠার?
শুধু কাটতে জানো!
আগুন যেমন ঘর পোড়ায়,
তুমি পোড়াও আমায়,
তুমি কি আগুন?
শুধু পোড়াতে জানো!