দিনের শেষে পাখিরা নীড়ে ফিরে,
গাছে গাছে এখনো ফুল ফোটে,
শুধু আমার ভালোবাসা হারিয়ে যায়,
বাদল দিনের বৃষ্টি ঝরা শীতল জলে।
প্রিয়ার মুখ ভেসে উঠে হৃদয়ের ছবিপটে,
তার অধরের ছোঁয়া লেগে আছে অন্তর গহিনে,
বিনিদ্র জাগরণগুলো ভিড় করে মনের দুয়ারে,
নিস্তব্ধ জ্যোৎস্না ঘেরা একাকী নিশীথে।
গানে গানে বসতির চারিধার মুখরিত,
রাতের আকাশে এখনো চাঁদ উঠে,
শুধু আমার ভুবনে নেই সেই স্বপ্নচারিণী,
হারিয়ে গেছে দূরে... বহুদূরে।
অরণ্যের দিনগুলো এখনো মনে পড়ে,
প্রিয়া থাকে আমার স্বপ্নের মায়া কাননে,
আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু মিশে থাকে,
স্পর্শহীন জ্যোৎস্না স্নাত চাঁদের আলোয়।
সে কার প্রিয়া? সে কি আমার প্রিয়া?
ভাবি, হয়তো ছিলো কোন একদিন আমারও।