এ কেমন লুকোচুরি খেলা,
প্রণয়ের দূর সীমানা পেরিয়ে,
সবুজ ভোরের নরম আলোয়,
খেলা করে মনের আঙিনায়।
নির্জন কোন শান্ত দুপুরে,
উড়ে চলা প্রজাপতির মতো,
ছায়া ঘেরা নীরব অবসরে,
উড়ে বেড়াও অন্তর গহিনে।
এ কেমন মনের খেলা,
কল্পনার সুপ্ত মায়াজাল পেরিয়ে,
অপূর্ণতায় জমা স্বপ্নগুলো,
ভিড় করে হৃদয়ের বাতায়নে।
হিমেল কোন স্নিগ্ধ বিকেলে,
শুভ্র তুষার ঝরার মতো,
নরম শীতল বরফ হয়ে,
ঝরে পড়ো হৃদয়ের জমিনে।
এ কেমন ভালোবাসার ভেলা,
ছুটন্ত নদীর সীমানা পেরিয়ে,
দূর সাগরের ঢেউয়ের দোলায়,
ভেসে আসে স্বপ্নের দুয়ারে।
নিস্তব্ধ কোন জ্যোৎস্না রাতে,
ফুটন্ত ফুলের সুবাসের মতো,
ভরা পূর্ণিমার চাঁদের আলোয়,
ভেসে বেড়াও হৃদয়ের অন্তরালে।
তুমি দূর থেকেই বলোনা,
এ কেমন মনের খেলা?