............................................... ঐ
                                               দূর
                                             গাঁয়ের
                                            দুষ্টু এক
                                         দামাল ছেলে,
                                        অস্ত্র হাতে নেমে
                                     এলো সব পিছু ফেলে,
                                    সঙ্গী হলো কৃষক শ্রমিক
                                 ছাত্র বুদ্ধিজীবী কামার জেলে,
                               লাল-সবুজের কেতন উড়িয়ে ওরা
                            মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো হেসে খেলে,
                         মৃত্যুভয় ঝেরে ফেলে হৃদয়ের মাধুরী ঢেলে,
                      স্বাধীন দেশের স্বপ্ন বুকে ঘুম হারা দু’নয়ন মেলে,
                  দুর্নিবারে ওরা এগিয়ে চলে পাকসেনাদের লাশ ফেলে,
               হঠাৎ করে গুলি খেয়ে অস্ত্র হাতে লুটিয়ে পড়ে দামাল ছেলে,
             ঘুমহারা মা প্রতিটি প্রহর বসে থাকে দীপ্ত আশার প্রদীপ জ্বেলে,
          পূর্ব পশ্চিম ভাগ হয়ে বাংলার মাটি মুক্তির চেতনায় স্বাধীনতা পেলে,
       দেশ জয়ের রংধনুর রঙিন আনন্দ নিয়ে ঘরে ফিরবে তারই দামাল ছেলে,
নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে স্বাধীন দেশের পাখিরা সব মুক্তির আনন্দে ডানা মেলে,
সবুজ ঘাসের প্রান্তর পেরিয়ে তবুও সেদিন ঘরে ফিরেনি মুক্তিযোদ্ধা সেই দামাল ছেলে,
আজো সেই দুঃখিনী মা তার জন্য অশ্রু জলে প্রহর কাটায় হৃদয়ে আশার প্রদীপ জ্বেলে।