বহুদিন হলো দেখি না তোমায়,
সময় হলে একটু খানি খবর নিও,
এখন আমি কোথায় থাকি, কি করি;
সময় করে খবর নিও।
এখনো কি মায়ের আঁচল ধরেই থাকো?
নাকি কোন যুবকের হাত ধরে হাঁটো!
যদি তাই না করো-
তবে সময় করে খবর নিও।
যাকে একান্তে সময় দেয়ার কথা ছিলো,
দিচ্ছো কোন এক অজানার পথে,
ফেসবুকেও আজকাল চোখে পড়ে না তোমায়!
তবে তুমি কোথায় থাকো, কি করো;
সময় করে খবর দিও।
এখন তো নিজেকে নিয়ে বেশ আছো,
দেখো একদিন তুমিও, কপোল ভাসাবে নয়নের জলে;
অভিশাপ দিচ্ছি না, সুখেই থেকো সব কিছুর বিনিময়ে;
নয়নের জলে যদি বিষণ্ণ লাগে মন,
তবে সময় করে খবর নিও।
অজানা যে গন্তব্যের পথে নিরন্তর ছুটে চলেছো তুমি,
জানি আর ফিরবে না,
বেদনার নীল বিষের জ্বালায় বুঝেছি আমি,
তুমি আর কখনোই অন্তর গহিনে ফিরবে না!
অনেক তো ভেবেছো, এবার বলো না;
পারবে কি সব কিছু ফেলে ছুটে আসতে?
যদি পারো, সময় করে খবর নিও।
আমি জানি সেই সাহস তোমার নেই,
তবে থাকো তুমি মায়ের আঁচল ধরেই!