কারখানায় পরিশ্রম করে ঝরালেও শরীরের ঘাম
পায় না শ্রমের ন্যায্যদাম
অবসরে বউ করে দরজিখানায় সেলাইয়ের কাম
সন্তানেরা ঝাড়ু দেয় খাদ্যগুদাম
অপুষ্ট জননী ঘরে চিৎকার করে অবিরাম
জঠর জ্বালার হরেক ব্যারাম।
মালিকের ঘর আলোকিত করে বাড়ায় সুনাম
সমাজে করে প্রতিষ্ঠিত নাম
শুধু তারই ঘরের আশার আলোর মনস্কাম
ঢেকে রাখে বিষাদের লাগাম
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শূন্য হয় টাকার খাম
তবুও নাই একটুখানি বিশ্রাম।
এভাবেই চলে ওদের দুঃসময়ের ধূসর পেন্ডুলাম
দেখে না কেউ জীবনসংগ্রাম
শ্রমিকের হাতেই গড়ে উঠে সভ্যতার ধরাধাম
গড়ে নগর-বন্দর-গ্রাম
তবুও শিয়াল-শকুনের কাড়াকাড়িতে ভাগ্যের পরিণাম
ভ্রষ্টাচারে হয়ে যায় নিলাম।