এরা
সুখ চায়
নিত্য দুঃখের মাঝে
দুঃখ এদের ছাড়ে না,
কষ্ট জমে জমে পাষাণ বাঁধে;
ভদ্রলোকের এতে কিচ্ছু যায় আসে না!
এরা
মর্যাদা চায়
নিত্য অমর্যাদার মাঝে
অমর্যাদা এদের ছাড়ে না,
নিরাশা জমে জমে পাহাড় হয়;
সরকারের এতে কিচ্ছু যায় আসে না!
এরা
প্রেম চায়
নিত্য ঘৃণার মাঝে
ঘৃণা এদের ছাড়ে না,
গালি জমে জমে নরক হয়;
মালিকের এতে কিচ্ছু যায় আসে না!
এরা
বাঁচতে চায়
নিত্য মৃত্যুর মাঝে
মৃত্যু এদের ছাড়ে না,
লাশ জমে জমে বধ্যভূমি হয়;
স্রষ্টারও এতে কিচ্ছু যায় আসে না!