বাঁচাও
বাঁচাও আর্তনাদে
কম্পিত আকাশ কাঁদে
ধ্বসে পড়া দর্জিবাড়ির ছাদে,
চাপা পড়ে অগণিত মানুষের উৎপাদে;
অবিরাম বাঁচার লড়াই চলে সেই মৃত্যুফাঁদে।

কতো
শত প্রাণ
মুহূর্তে হারায় জান
জীবন খেলার অতৃপ্ত অবসান,
মালিকের স্বার্থ রক্ষায় হলো বলিদান;
স্বজন হারা মানুষের মুখ কান্নায় ম্রিয়মাণ।

ভাঙনের
দুরন্ত সর্বনাশে
বেতনের মিথ্যে অভিলাষে
জীবন করেনি ক্ষমা অনায়াসে,
উন্মত্ত বাতাসে লাশের গন্ধ ভাসে;
অজস্র শ্রমিকের প্রাণ ফিরে না আবাসে।

অভাগা
এই দেশে
আইনি জটিলতার ক্লেশে
অবহেলিত প্রাণ হারায় অবশেষে,
মানবতা গুমরে কাঁদে ভ্রষ্টাচারীর নিষ্পেষে;
পুঁজিবাদের শোষণে মনুষ্যত্বের মৃত্যু হয় নিমেষে।