যান্ত্রিক নগরী পেছনে ফেলে এসেছি দু’জন
দেখেছি কত অঙ্কুরের বপন
যোজন যোজন নিরন্তর ছুটেছে দিবার যানবাহন
বালুচর মাড়িয়ে এসেছি ঝাউবন
অজানা এক স্নিগ্ধতায় ভরে হৃদয়ের গহন
দু’বাহুর যখন করলে বন্ধন।
আহার সন্ধানী পাখিরা উড়ছে নিজেরই মতন
থেমেছে বালুকার ঝোড়ো পবন
দলে দলে অর্ণবে সবাই করছে অবগাহন
আমরা শুধু একান্তে আপন
অজানা এক শিহরনে কাঁপে হৃদয়ের পাটাতন
বক্ষে যখন করলে আলিঙ্গন।
আস্তে আস্তে কোলাহল থেমে চতুর্দিক নির্জন
থেমেছে উত্তাল সাগরের গর্জন
তুমি বাড়িয়ে দাও তোমার প্রেমাসক্ত বদন
পুলকিত করে আমার মন
অজানা এক উষ্ণতায় বাড়ে হৃদয়ের স্পন্দন
অধরে যখন করলে চুম্বন।