আমরা
জেগে রই
ঘুমন্ত মানুষ নই
গুলির শব্দে ব্যাকুল হই,
বুকের মাঝে প্রতিশোধের আগুন বই;
প্রহর শেষের প্রভাতে যুদ্ধেরই প্রস্তুতি লই।

কালই
হবে অপারেশন
ক্যাম্প দখলের আয়োজন
নিঃশেষে করবো রাজাকার দমন,
হত্যার নেশায় উন্মত্ত আমাদের মন;
রক্তের কণিকায় জাগে অজানা এক শিহরণ।

খরার
এই চৈত্রমাসে
অবিরত খবর আসে
ধর্ষিতার লাশ নদীতে ভাসে,
নিপীড়িত জনতা মৃত্যুর দুয়ারে ফাঁসে;
মহান নেতাও রয়েছে আজ বন্দি কারাবাসে।

নৃত্যময়ী
তোমার জন্য
আজ এতোটা বন্য
মৃত্তিকা করবোই শত্রু শূন্য,
মরণের ভয় নেই আমার তজ্জন্য;
স্বাধীন ভূখণ্ড দিয়েই তোমাকে করবো ধন্য।