সেই
বলেছিলে কবে
হৃদয়ে অভিমান নেই
আগামীর মিছিলেই দেখা হবে,
মিলনের প্রতীক্ষায় বিরহ ঢেকে দেই;
বক্ষের দরজা চিরতরে খোলাই থাক তবে।
শত
রূপে শতবার
এঁকেছি ছবি যত
আগামীর মিছিলে দিবো উপহার,
আত্মত্যাগে মুছে যাবে জীবনেরই ক্ষত;
চলার পথেই রুখে দাঁড়াবো সকল অবিচার।
অনলে
জ্বলবে অন্তঃপুরে
জীবনেরই রঙ বদলে
একাই যেতে হবে বহুদূরে,
ধূসরিমার ছাই ভাসবে নদীর জলে;
হবে জীবনের অবসান কান্নারই করুণ সুরে।
ভয়
যদি হয়
ভয়কে করো জয়
তোমারই ধরণী চিরদিনের নয়,
আগামীর মিছিলে আগমনের আনো প্রত্যয়;
স্লোগানে স্লোগানে বিকশিত হবে পুরাতন প্রণয়।