তোমার
স্নিগ্ধ খোঁপার
হতাম যদি ফুল
আমি করতাম নাকো ভুল,
বহুদিনের ইচ্ছেগুলো নিতাম করে উসুল;
ভালোবাসায় ছুঁয়ে যেতাম তোমার কালো চুল।
তোমার
ডাগর চোখের
হতাম যদি কাজল
আমি হয়ে যেতাম পাগল,
পালটে দিতাম তোমার চোখের আদল;
পাপড়িগুলো ছুঁয়ে যেতাম হৃদয়ে বাজিয়ে মাদল।
তোমার
কর্ণ লতির
হতাম যদি দুল
আমি খেতাম শুধু দোদুল,
সারাবেলা গল্প কথায় রইতাম মশগুল;
মধ্যপথে প্রণয়ের গান শুনিয়ে যেতাম হুলস্থূল।
তোমার
গলার হারের
হতাম যদি লকেট
আমি হয়ে যেতাম নিরেট,
কোমলতায় ছুঁয়ে যেতাম পরনের জর্জেট;
মাধুরী মিশিয়ে এঁকে নিতাম তোমারই পোর্ট্রেট।