ইদানীং
আমার ভিতরে
ভাদ্রের ভয়ানক উন্মত্ত
কুকুরের অস্তিত্ব অনুভব করি,
কুকুর যেভাবে কুকুরীকে ধর্ষণ করে;
আমিও তেমনি নির্দ্বিধায় নারী ধর্ষণ করি।

ভোগ
করি নারী
দখল করি বাড়ি
নল ঠেকিয়ে টেন্ডার ধরি,
পাড়ায় মহল্লায় নেশার রাজ্য গড়ি;
দিনের শেষে চাঁদাবাজির অর্থ ভাগাভাগি করি।

ইদানীং
আমার ভিতরে
ভীষণ ক্ষুধার্ত বিষধর
সাপের অস্তিত্ব অনুভব করি,
সাপ যেভাবে ব্যাঙকে ধরে মারে;
আমিও তেমনি নির্বিচারে মানুষ খুন করি।

অস্ত্র
আমার হাতে
আইন আমার হাতে
অনেক নেতা আমার হাতে,
গণমাধ্যম থাকে শুধু তোপের মুখে;
কার আছে বুকের পাটা আমাকে রুখে।