আমি
জানি না
কতোটা ভালবাসি তোমায়
আজন্ম প্রেমিক এই পিঞ্জিরায়,
কতোটা আকুল হাঁসফাঁস অন্দরে আমার;
কতোটা তেপান্তর পেরুই প্রাণবন্ত যুগল পায়।

কেউ
দেখলে তোমায়
জীবন্ত হয় আগ্নেয়গিরি
হিংসার অনলে জ্বলে পুড়ে,
অন্দরে উঠে জ্বলন্ত তপ্ত বুদবুদ;
আমি দিশেহারা হই বক্ষের উদ্গীরিত লাভায়।

তুমি
কষ্ট পেলে
মেঘাচ্ছন্ন হয় আকাশ
উন্মত্ত ঝড়ো হাওয়ায় ভেঙ্গেচুরে,
অন্দরে বয় কালের বিক্ষিপ্ত ঘূর্ণিঝড়;
আমি আহত হই বক্ষের তাণ্ডব লীলায়।

আমি
জানি না
কতোটা প্রেমের পর
শুভ্র প্রেমিক হওয়া যায়,
সত্যি বলছি আমি জানি না;
কতোটা ভালবাসি তোমায় এতোটা ভাঙার পর।